[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাছরাঙায় শুরু হচ্ছে সেরা রাঁধুনী সিজন ৮

প্রকাশঃ
অ+ অ-

বিনোদন ডেস্ক

রান্নাবিষয়ক এই রিয়েলিটি শো প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে | ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

মাছরাঙা টেলিভিশনে আজ শুরু হচ্ছে ‘সেরা রাঁধুনী’। রান্নাবিষয়ক এই রিয়েলিটি শো প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’। ‘সেরা রাঁধুনী’ বাছাইয়ের জন্য বাংলাদেশের সব বিভাগ মিলে মোট ১১টি অডিশন হয়। এরপর ঢাকায় গ্র্যান্ড অডিশন করে স্টুডিও রাউন্ডের জন্য প্রতিযোগীদের বেছে নেওয়া হয়।

স্টুডিও রাউন্ডে ভিন্ন ভিন্ন ঘরানার রান্নায় পারদর্শিতা যাচাইয়ের পাশাপাশি পরিবেশনা, উপস্থাপন, বাচনভঙ্গি, ব্যক্তিত্ব, বিক্রয় দক্ষতা, নেতৃত্বগুণ, খাবারের ব্যবসা চালানোর ক্ষমতা, বিভিন্ন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধি ও দক্ষতা প্রয়োগের ক্ষমতার ওপর ভিত্তি করে নির্বাচিত হবেন ‘সেরা রাঁধুনী সিজন ৮’। 

ঢাকায় গ্র্যান্ড অডিশন করে স্টুডিও রাউন্ডের জন্য প্রতিযোগীদের বেছে নেওয়া হয় | ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

অডিশন রাউন্ডে বিচারক ছিলেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা এবং বিগত সিজনগুলোর সেরা রাঁধুনীরা। স্টুডিও রাউন্ডে বিচারক থাকবেন নাঈম আশরাফ, রাহিমা সুলতানা ও পূর্ণিমা। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

‘সেরা রাঁধুনীর’ সঞ্চালক মৌসুমী মৌ | ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন