[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম, স্বীকার বাণিজ্য উপদেষ্টার

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন | ছবি: পদ্মা ট্রিবিউন

বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম—বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিএসটিআইয়ের বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা।

সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম। এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি, আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে।’

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি নিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, ‘সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনি পাম তেল সরকার নির্ধারিত দাম থেকে ২৫ টাকা কমেও বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্যতেলের ৬০ শতাংশ পাম তেল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে ও বেড়েছে। আশা করছি, সয়াবিন তেলের দামও কমে আসবে।’

বাজার পরিদর্শনে আরও ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্যদের মধ্যে ছিলেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, শিল্পসচিব মো. ওবায়দুর রহমান, বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান প্রমুখ।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পবিত্র রমজান মাসে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আজ চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিএসটিআইয়ের এ ধরনের কার্যক্রম বছরব্যাপী চলমান থাকে। রমজান মাসে এ ধরনের বাজার তদারকি আরও জোরদার করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন