[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

এলামনাই অব অল প্রাইভেট ইউনিভার্সিটিজের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এলামনাই অব অল প্রাইভেট ইউনিভার্সিটিজ’।

বুধবার রাতে বিবৃতিটি সংবাদমাধ্যমে পাঠানো হয়।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণেরা অসীম সাহসিকতা দেখিয়েছিল। সে সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে থাকা অসম্ভব হয়ে পড়লেও, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনের প্রথম দিনেই ২৮ জন শিক্ষার্থী প্রাণ হারালেও কেউ পিছিয়ে যায়নি। তাদের আত্মত্যাগ আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলে, সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে।

প্রাক্তন শিক্ষার্থীরা মনে করেন, ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব থাকা ন্যায়সংগত। অথচ তাদের ওপর হামলা চালানো হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা দোষীদের শাস্তির দাবি করেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন