[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাতে সড়ক অবরোধের পর বৃহস্পতিবার বিক্ষোভের ডাক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে বাংলামোটর মোড়ে এক পাশের সড়ক অবরোধ করেন। তাঁদের অবরোধের কারণে ঘণ্টাখানেক কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে | ছবি: পদ্মা ট্রিবিউন 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এই শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের ওপর হামলার সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির দিকে যাবেন।

বুধবার রাত পৌনে নয়টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বাংলামোটর মোড়ে একপাশের সড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক তাঁদের অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ ছিল।

রাত ১০টা ৫৫ মিনিটে সড়ক ছেড়ে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। এরপর কারওয়ান বাজার থেকে শাহবাগের সড়কে আবারও যান চলাচল শুরু হয়েছে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান করছিলেন।

সড়ক অবরোধ শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু।  বুধবার রাতে বাংলামোটর মোড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন 

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিক্ষোভের নেতৃত্বে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। সড়ক ছাড়ার আগে তিনি বলেন, নতুন বাংলাদেশ অর্জনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। নতুন বাংলাদেশে কেউ তাঁদের গায়ে হাত দেবে, এটা তাঁরা মানতে পারেন না। অথচ নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশের সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হলো। নারী শিক্ষার্থীদের লাঞ্ছিতও করা হয়েছে।

হামলাকারীদের সুষ্ঠু বিচার দাবি করেন এম জে এইচ মঞ্জু। হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থী আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, হামলার বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তাতেও হামলাকারীদের বিষয়ে কোনো সুরাহা যদি না হয়, তাহলে ২৮ ফেব্রুয়ারি ‘ঢাকা ব্লকেড’ করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন