মধুর ক্যানটিনে শিবিরের সংবাদ সম্মেলনের ধৃষ্টতা মানার নয়: ছাত্র ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক ঢাকা
![]() |
| বাংলাদেশ ছাত্র ইউনিয়ন | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যানটিনের সামনে রোববার বিকেলে ছাত্রশিবিরের করা সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি (একাংশ) মাহির শাহরিয়ার ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ।
বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বলেছে, মধুর ক্যানটিনের স্বত্বাধিকারী মধুসূদন দের (মধুদা) হত্যাকারীদের রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্রশিবির। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে মধুদাকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেই ঘাতকদের রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্রশিবির মধুর ক্যানটিনে আজ সংবাদ সম্মেলন আয়োজনের যে ধৃষ্টতা দেখিয়েছে, তা স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র-জনতা মেনে নেবে না।
মধুর ক্যানটিনে শিবিরের সংবাদ সম্মেলন আয়োজন স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র-জনতার জন্য লজ্জার—এ কথা উল্লেখ করে ছাত্র ইউনিয়ন বিবৃতিতে আরও বলেছে, ‘মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্রসংঘের সরাসরি উত্তরাধিকার ছাত্রশিবির; যারা মুক্তিযুদ্ধে আলবদর, আলশামস ও রাজাকার বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছে। আজ পর্যন্ত জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির তাদের ঘৃণ্য অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। আমরা শিবিরকে বর্জন করতে আপামর ছাত্র-জনতাকে আহ্বান জানাই।’

Comments
Comments