[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার শিক্ষাবৃত্তি পেল ৪৩ শিক্ষার্থী

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার শিক্ষাবৃত্তির চেক শিক্ষার্থীর হাতে তুলে দিচ্ছেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহীতে ৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে 'শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা'। শনিবার সকালে নগরীর সপুরা এলাকায় সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এটির আওতায় ১২ উচ্চশিক্ষার এবং ৩১ জন সাধারণ শিক্ষার্থী সহায়তা পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উপমহাসচিব জুবাইদা মান্নান। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা তাজউদ্দিন ও কর্মসূচি কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, এই সহায়তা তাঁদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন