[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে রং করে ঢেকে দেওয়া হলো শেখ মুজিবুরের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

সারা দিন রং করে ঢেকে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।  রোববার সন্ধ্যায় রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে নির্মিত শেখ মুজিবুর রহমানের দীর্ঘ ম্যুরালটি সাদা রং করে ঢেকে দেওয়া হয়েছে। আজ রোববার সকাল থেকে কয়েকজন রংমিস্ত্রি এই কাজ শুরু করেন। সন্ধ্যার আগেই পুরো ম্যুরালটি ঢেকে দেওয়া হয়। তবে এই কাজের জন্য কারা ভাড়া করেছিলেন, তা ওই রংমিস্ত্রিরা বলতে পারেননি।

রাজশাহী জেলা পরিষদের জায়গায় ম্যুরালটি নির্মাণ করে রাজশাহী সিটি করপোরেশন। এই ম্যুরালের উচ্চতা ৫৮ ফুট। তবে মূল অংশের উচ্চতা ৫০ ফুট। আর চওড়া ৪০ ফুট। নির্মাণের পর রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে দাবি করা হয়, এটিই দেশে শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরাল।

ম্যুরালটির সীমানাপ্রাচীরের দুই পাশে ৭০০ বর্গফুট টেরাকাটার কাজ করা হয়। এক পাশে গ্রামবাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যও তুলে ধরা হয়েছিল। ল্যান্ডস্কেপিংয়ে গ্রানাইট দিয়ে সজ্জিত করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই ম্যুরাল ও টেরাকাটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ম্যুরালটি ভেঙে ফেলা যায়নি।

রোববার সকাল থেকে সাদা রঙের প্রলেপে ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে দেওয়ার কাজ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে দেখা যায়, নগরের সিঅ্যান্ডবি মোড়ে একজন অনেক বড় মই দিয়ে ওপরে উঠে ব্রাশ দিয়ে রং করছেন। নিচ থেকে তাঁর দিকে তাকালে বোঝা যাচ্ছিল, একজন মানুষের তুলনায় ম্যুরালটি কত বড়। এ সময় নিচে আরও কয়েকজন সহযোগী তাঁকে সহযোগিতা করছেন। এ সময় রাস্তা দিয়ে যাঁরা যাচ্ছিলেন, তাঁরাই তাকিয়ে দেখছেন।

রং করে ঢেকে দেওয়া হচ্ছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

সন্ধ্যায় সেখানে আবার গিয়ে দেখা যায়, মিস্ত্রিরা চলে গেছেন। সেখানে একদল নারী শাক কাটছিলেন। তাঁরা বিকেলে চারটার দিকে সেখানে এসে বসেন। তাঁরা বলেন, তাঁরা এসে কোনো রংমিস্ত্রি দেখতে পাননি। বোঝা গেল, এর আগেই মিস্ত্রিরা চলে গেছেন। চত্বরে তরুণ-তরুণীরা আগের মতোই আড্ডায় মেতেছেন। সবাই তাকিয়ে দেখছেন। কিন্তু কেউ কোনো মন্তব্য করছেন না।

এর আগে গত ৫ আগস্টই রাজশাহীতে থাকা শেখ মুজিবুর রহমানের বেশির ভাগ ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি ‘জিতবে আবার নৌকা’ গানের তালে তালে বুলডোজার দিয়ে রাজশাহী কলেজে থাকা ম্যুরালটি গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন