[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সেতুতে টোল নিতে দেরি, টোলকর্মীকে লাঞ্ছিত করলেন বিএনপি নেতা

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি আনোয়ারা

টোল প্লাজার বুথে ঢুকছেন বিএনপির নেতা নাজমুল আমিন | ছবিটি সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। রোববার রাতে ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানাজানি হয়।

অভিযুক্ত বিএনপির নেতার নাম নাজমুল মোস্তফা ওরফে আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে। সিসিটিভি ফুটেজে নাজমুল মোস্তফাকে টোলকর্মীর টি-শার্টের কলার টানতে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।

জানতে চাইলে শাহ আমানত সেতুর ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, ‘বিষয়টি যেভাবে ছড়িয়ে গেছে আসলে সে রকম সিরিয়াস কিছু হয়নি। তবে শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকায় তিনি (বিএনপির নেতা) টোলের বুথে প্রবেশ করে টোলকর্মীকে বকাঝকা করেন। ওই সময় আমাদের কর্মী কথা বলেনি।’

সুমন ঘোষ আরও বলেন, ওই সময় গাড়িবহরে সিটি মেয়র ছিলেন। তিনিও আটকা পড়ায় পরে গাড়ি থেকে নেমে বিকল্প পথে হেঁটে জুমার নামাজ পড়তে চলে যান। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ-সওজকে জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে নাজমুল মোস্তফা আমিনের মুঠোফোনে কল করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন