[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি পাবনা

পাবনা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক কুশল বিনিময় করেন। ৬ ডিসেম্বর, প্রেস ক্লাব মিলনায়তনে | ছবি: পদ্মা ট্রিবিউন

পাবনা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি হয়েছেন আখতারুজ্জামান আখতার এবং সাধারণ সম্পাদক হয়েছেন জহুরুল ইসলাম।

বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৬২ জন ভোটারের মধ্যে ৫৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এছাড়া, সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসএম আলাউদ্দিন, সিফাত রহমান সনম। সহসম্পাদক পদে মোখলেছুর রহমান বিপ্লব, অর্থ সম্পাদক পদে আবুল কালাম আজাদ, কল্যাণ সম্পাদক পদে কলিট তালুকদার এবং ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী নির্বাচিত হন।

লেখক ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইয়াদ আলী মৃধা পাভেল এবং দপ্তর সম্পাদক পদে মনিরুজ্জামান শিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া, কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শাহীন রহমান, মিজানুর রহমান, আবু হাসনা আইয়ুব, আরিফ আহমেদ সিদ্দিকী, রফিকুল ইসলাম সুইট, জি কে সাদী এবং সুশীল কুমার তরফদার।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী মণ্ডল এবং অধ্যাপক জহুরুল ইসলাম।

এদিকে নির্বাচন উপলক্ষে পাবনা প্রেস ক্লাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন