[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খোন্দকার আজিম আহমেদ নিলেন রাসিক প্রশাসকের দায়িত্ব

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী

বিদায়ী প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার উত্তরসূরি খোন্দকার আজিম আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন | ছবি: পদ্মা ট্রিবিউন

নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, বদলির কারণে বিদায়ী প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর দায়িত্ব ছাড়েন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২৬ নভেম্বর এই বদলির সিদ্ধান্ত হয়।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, সচিব মো. মোবারক হোসেনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন