[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাত কলেজের পরীক্ষা স্থগিত

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ | কোলাজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের মঙ্গলবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সাত কলেজের ২০২৩ সালের চতুর্থ বর্ষের স্নাতক পরীক্ষার সময়সূচি থেকে ২৬ নভেম্বরের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ শিগগির জানানো হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এদিকে, রোববার ঢাবি অধিভুক্ত শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে হামলায় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলেই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, 'শহীদ সোহরাওয়ার্দী কলেজে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে ক্লাস করাও সম্ভব নয়। সাত কলেজের পরীক্ষা একইসঙ্গে হয়। একটি কলেজে পরীক্ষা নিতে না পারলে সব কলেজের পরীক্ষা স্থগিত রাখতে হয়।'

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন