[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মোদি

প্রকাশঃ
অ+ অ-

এনডিটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান তিনি।

জয়ের দ্বারপ্রান্তে থাকা ট্রাম্প স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট (২৭০টি) তিনি পাননি। তবে ট্রাম্পের এ ঘোষণার পরই বিশ্বনেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন।

আজ বুধবার এক্স পোস্টে ট্রাম্পকে বন্ধু হিসেবে সম্বোধন করেন মোদি। তিনি লিখেছেন, ‘নির্বাচনে আপনার ঐতিহাসিক বিজয়ে আন্তরিক অভিনন্দন আমার বন্ধু। আপনার আগের মেয়াদে আপনি যে ধরনের সাফল্য গড়েছেন, তাতে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈশ্বিক ও কৌশলগত অংশীদারত্ব নতুন করে আরও জোরদার হওয়ার অপেক্ষায় থাকলাম। চলুন, আমাদের জনগণের উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করি।’

ট্রাম্প ওয়েস্ট পাম বিচে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তাঁর রানিংমেট জে ডি ভ্যান্স।

ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের জন্য এটি চমৎকার জয়। এটা আমাদের আমেরিকাকে আবারও মহান করার সুযোগ দেবে।’ এটি আমেরিকার স্বর্ণযুগ হবে বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্পকে মোদি ছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শুভেচ্ছা জানিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন