[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অবশেষে বাবার সঙ্গে একই মঞ্চে দেখা গেল ইভাঙ্কাকে

প্রকাশঃ
অ+ অ-

এএফপি ফ্লোরিডা

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের অনুষ্ঠানের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের পাশে ইভাঙ্কা ট্রাম্প (ডান থেকে দ্বিতীয়) ও তাঁর স্বামী জ্যারেড কুশনার (ডানে)। ৬ নভেম্বর ২০২৪ | ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সব কটি অঙ্গরাজ্যের ফলাফল ঘোষিত না হলেই ইতিমধ্যে তিনি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের জয় ঘোষণা করে বক্তব্য দিয়ে ফেলেছেন। আর সেখানেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা গেল ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে।

ওয়েস্ট পাম বিচ কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে ইভাঙ্কার সঙ্গে তাঁর স্বামী জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন।

ইভাঙ্কা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ট্রাম্পের আরেক মেয়ে টিফানি ট্রাম্প, তাঁর স্বামী মাইকেল বুলোস, ট্রাম্পের তিন ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ও ব্যারন।

মঞ্চে ট্রাম্পের পাশেই ছিলেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বক্তব্যে ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান। তাঁকে (মেলানিয়াকে) ফার্স্টলেডি বলেও সম্বোধন করেন।

২০১৬ ও ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে ইভাঙ্কার সরব উপস্থিতি দেখা গিয়েছিল। কিন্তু এবার ইভাঙ্কা বা তাঁর স্বামী কুশনারকে দেখা যায়নি। অথচ ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ইভাঙ্কা ও তাঁর স্বামী কুশনার উভয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাঁরা দুজনই ছিলেন ট্রাম্পের উপদেষ্টা।

এবার বাবার নির্বাচনী প্রচারে কেন দেখা যায়নি, তার ব্যাখ্যা আগেই দিয়েছেন ইভাঙ্কা। প্রায় দুই বছর আগে ট্রাম্প যখন আবার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য মাঠে নামেন, তখন রাজনীতি থেকে দূরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইভাঙ্কা। তাঁর স্বামী কুশনারও রাজনীতি থেকে দূরে থাকবেন বলে জানিয়েছিলেন তিনি। কারণ হিসেবে সন্তান ও পরিবারকে সময় দেওয়ার কথা বলেছিলেন ইভাঙ্কা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন