মোহাম্মদপুরে মার্কেট কমিটি নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে গুলি
নিজস্ব প্রতিবেদক
![]() |
| গুলি | প্রতীকী ছবি: রয়টার্স |
রাজধানীর মোহাম্মদপুরে একটি মার্কেটের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই ভাই হলেন আবুল হোসেন ও মাহবুব হোসেন। তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আবুল হোসেন মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মার্কেটের কমিটি নিয়ে তাঁর সঙ্গে আরেক পক্ষের দ্বন্দ্ব হয়। এর জেরে তার কার্যালয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে গুলির ঘটনায় রূপ নেয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, "আবুল হোসেন ও তাঁর ভাইকে গুলি করে অপরাধীরা পালিয়ে গেছে। তাদের শনাক্ত করতে আহত ব্যক্তিদের সহায়তা নেওয়া হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।"

Comments
Comments