[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ: রূপপুর প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা

প্রকাশঃ
অ+ অ-

বাসস ঢাকা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। ঢাকা, ৯ অক্টোবর | ছবি: বাসস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত মন্টিটস্কি বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে তাঁর তিন বছরের দায়িত্ব পালনকালীন বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন। তিনি প্রধান উপদেষ্টাকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সম্পর্কে জানান এবং আশা প্রকাশ করেন যে, আগামী বছর এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রকল্পটি রাশিয়ার অর্থায়ন ও বিশেষজ্ঞ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

এছাড়া, সাক্ষাতে গাজপ্রমের অনুসন্ধান কার্যক্রম, রাশিয়া থেকে গম ও সার রপ্তানি এবং রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধের বিষয় নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তা এবং গম ও সার সরবরাহে দেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার রূপপুর প্রকল্পের অর্থ পরিশোধের বিষয় সমাধান করবে এবং বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানান।

ড. ইউনূস বলেন, উভয় দেশের যৌথভাবে কাজ করার গুরুত্ব রয়েছে এবং তিনি আশা প্রকাশ করেন যে, “আমরা একসঙ্গে কাজ করব।”

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন