{getBlock} $results={3} $label={ছবি} $type={headermagazine}

সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে দুর্গাপূজায় ড. ইউনূসের শুভেচ্ছা

প্রকাশঃ
অ+ অ-

বিশেষ প্রতিনিধি ঢাকা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুভেচ্ছাবার্তা দিয়েছেন। বুধবার সকালে তাঁর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বার্তা প্রচার করা হয়।

ড. ইউনূস বলেন, “হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আমি দেশের সব হিন্দু ধর্মাবলম্বী নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের মূল বার্তা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সবার—ধর্ম-বর্ণনির্বিশেষে এখানে সব মানুষের জন্য নিরাপদ আবাসভূমি রয়েছে।”

প্রধান উপদেষ্টা আরও জানান, “গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে শক্তিশালী করে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাই।”

ড. ইউনূস আরও বলেন, “আমি বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।”

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন