[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজায় মৃত্যু ছাড়াল ৪১ হাজার

প্রকাশঃ
অ+ অ-

গাজায় ১১ মাসের বেশি সময় ধরে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী | ফাইল ছবি: রয়টার্স

পদ্মা ট্রিবিউন ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত সোম ও গতকাল মঙ্গলবার অবরুদ্ধ উপত্যকাটিতে নতুন করে আরও কয়েক ডজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

গতকাল সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজার ৪১ হাজার ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত অন্তত ৯৪ হাজার ৯২৫ জন।

সোমবার রাতে গাজার দক্ষিণের খান ইউনিসের নিরাপদ ঘোষিত আল-মাওয়াসি শরণার্থীশিবিরের তাঁবুতে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬০ জন।

শরণার্থীশিবিরের অন্তত ২০টি তাঁবুতে আঘাত করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। হামলার পর উদ্ধারকর্মীরা দেখতে পান, ক্ষেপণাস্ত্রের আঘাতে শরণার্থীশিবিরে প্রায় ৯ মিটার গভীর গর্ত সৃষ্টি হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন