[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণপ্রক্রিয়া দেরি হতে পারে: রাশিয়ার রাষ্ট্রদূত

প্রকাশঃ
অ+ অ-

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি সৌজন্য সাক্ষাত করেন | ছবি: পদ্মা ট্রিবিউন

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া কিছুটা দেরি হতে পারে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়ায় অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়।’

গত বছরের ডিসেম্বরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছিল, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘আরব বসন্তের মতো’ পরিবেশ সৃষ্টি করতে পারে। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলন কি সেই ‘বাংলা বসন্ত’? এমন প্রশ্নের উত্তরে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই। আপনাদের কাছে থাকলে সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।’

আলেক্সান্দার মান্তিতস্কি | ফাইল ছবি

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, গত বছর রাশিয়া বাংলাদেশে ২.২৭ মিলিয়ন গম রপ্তানি করেছিল। এ বছরের প্রথম ৬ মাসে ১.৯ মিলিয়ন গম রপ্তানি হয়েছে। এছাড়া কৃষিখাতের জন্য সরকারি-বেসরকারিভাবে সার রপ্তানি সহযোগিতাও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র | ছবি: পদ্মা ট্রিবিউন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন