[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আবু সাঈদ, বিকেলে স্ত্রীর জানাজা

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপি নেতা আবু সাঈদ রোববার গ্রামের বাড়িতে যান। দুপুরে চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি রাজশাহী: গ্রেপ্তারের ১৩ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ (চাঁদ)।  রোববার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

আবু সাঈদের স্ত্রী শাহানা বেগম (৬০) শনিবার দুপুরে মারা গেছেন। রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে আজ বিকেলে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কারাগার থেকে মুক্তি পেয়ে আবু সাঈদ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এর আগে গত ২৪ মার্চ আবু সাঈদের মা আশরাফুন্নেশা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন এই বিএনপি নেতা।

গত বছরের ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপির এক সমাবেশে আবু সাঈদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্যের জেরে দেশের বিভিন্ন স্থানে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ২৫ মে রাজশাহী মহানগর পুলিশ নগরীর ভেড়িপাড়া মোড় থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করে।

আবু সাঈদের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জানান, আবু সাঈদের বিরুদ্ধে মোট ২১টি মামলা হয়েছিল। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়া হয়েছে। সর্বশেষ ঈদের আগে ফরিদপুরে দায়ের করা একটি মামলায় তাঁর জামিন হয়। এর পর থেকে তিনি মুক্তির অপেক্ষায় ছিলেন।

মাহফুজুর রহমান আরও জানান, আজ দুপুরে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাঁকে মুক্তি দেয়। মুক্তির সময় তিনি (মাহফুজুর রহমান) কারাগারের সামনে অপেক্ষা করছিলেন। আবু সাঈদকে নিয়ে তাঁরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন