[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাম-লক্ষ্মণের জন্ম একসঙ্গে, মারাও গেল একসঙ্গে

প্রকাশঃ
অ+ অ-

পানিতে ডুবে মৃত্যু | প্রতীকী ছবি

প্রতিনিধি নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন বছর দুই মাস বয়সী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশুর নাম রাম ও লক্ষ্মণ। তারা উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের সুজিত উঁড়াওয়ের যমজ দুই সন্তান। একসঙ্গে যমজ দুই সন্তানকে হারিয়ে নির্বাক মা–বাবা। তাঁদের আর কোনো সন্তান নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্বজনদের বরাত দিয়ে খেলনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল হিল মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সকালে দুই ভাই বাড়ির পাশে খেলছিল। সকাল ১০টার দিকে হঠাৎ দুজনকে দেখতে না পেয়ে স্বজনেরা খুঁজতে থাকেন। পরে দুপুর ১২টার দিকে শিশু দুটির লাশ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখা যায়।

রাম-লক্ষ্মণের চাচা বিকাশ উঁড়াও মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাম ও লক্ষ্মণ আমার বড় ভাইয়ের ছেলে। তারা দুজনই কিছু দিন ধরে একটু একটু করে কথা বলা শিখছিল। আমাকে কাকু কাকু বলে ডাকত। বাড়ির গেলে যাওয়ার জন্য বায়না ধরত। একসঙ্গে দুজনের মৃত্যুতে ভাষা হারিয়ে ফেলেছি। ভাই–ভাবির আর কেউ থাকল না। ঘটনার পর থেকে তাঁরা দুজনই বারবার মূর্চ্ছা যাচ্ছেন।’

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা যায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন