[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হত্যা মামলায় গ্রেপ্তার বাঘার পৌর মেয়র আক্কাছ ৩ দিনের রিমান্ডে

প্রকাশঃ
অ+ অ-

বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী | ছবি: সংগৃহীত

প্রতিনিধি বাঘা: রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালত ও দ্রুত বিচার আদালতের বিচারক হাদিউজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী জিয়াউর রহমান  বলেন, পুলিশ আক্কাছ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে তাঁরা রিমান্ড আবেদন বাতিলসহ জামিনের আবেদন করেছিলেন।

এর আগে গত শুক্রবার রাতে ঢাকা থেকে আক্কাছ আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাঘা পৌর মেয়র ছাড়া গ্রেপ্তার অন্য চারজন হলেন মজনু, টুটুল, আবদুর রহমান ও স্বপন। পরদিন শনিবার তাঁদের রাজশাহী আদালতে সোপর্দ করা হয়। সেদিন গ্রেপ্তার পৌর মেয়র আক্কাছ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও গণমাধ্যম মুখপাত্র মো. রফিকুল আলম বলেন, পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ২২ জুন অনির্বাচিত দলিল লেখক সমিতির কমিটির জেরে বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্তত ৫০ নেতা-কর্মী আহত হন। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষ চলে। সংঘর্ষের একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় উপজেলা চত্বরের ভেতর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামকে উদ্ধার করা হয়। তাঁর মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে ২৬ জুন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমান বাদী হয়ে বাঘা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৫ জন গ্রেপ্তার হয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন