[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহীতে তরুণ-তরুণীর অন্তরঙ্গ ছবি ফেসবুকে ফাঁস, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী জেলার মানচিত্র

প্রতিনিধি রাজশাহী: রাজশাহীতে তরুণ-তরুণীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়েছে। ফেসবুক আইডি হ্যাক করে কেউ এসব ছবি নিয়ে অন্য ফেসবুক আইডিতে ফাঁস করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণ ও কলেজছাত্র। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে সামাজিকভাবে এভাবে হেয় করার জন্য দোষীদের বিচারও চেয়েছেন।

সংবাদ সম্মেলনে ওই তরুণের সঙ্গে ভুক্তভোগী তরুণীও ছিলেন। তাঁরা জানান, তাঁদের মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক। পারিবারিকভাবে তাঁদের বিয়েও ঠিক হয়ে আছে। ২০ মে একটি ফেসবুক আইডি থেকে তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

ভুক্তভোগী তরুণ বলেন, তিনি রাজশাহী নগরের একটি কোচিং সেন্টারের ব্যবস্থাপক ছিলেন। মাসখানেক আগে তিনি ওই চাকরি ছেড়ে দিয়েছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে এখন তাঁর কোনো সম্পর্ক নেই। কিন্তু ফেসবুক পোস্টে এ ছবি প্রকাশ করে কোচিং সেন্টারটির পরিচালককে জড়ানো হয়েছে। এটি পুরোপুরি মিথ্যা। তাঁর ব্যক্তিগত বিষয়কে কোচিং সেন্টারের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হচ্ছে। এ থেকেই বোঝা যায়, কোচিং সেন্টারটির সুনাম ক্ষুণ্ন করতে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ছবি ছড়িয়ে দিচ্ছে।

ওই তরুণ আরও বলেন, প্রথম দফায় ছবি প্রকাশের পর তাঁর মুঠোফোনে একটি কল এসেছিল। অচেনা এক ব্যক্তি সমস্যা সমাধানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। যোগাযোগ না করলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি। এ ব্যাপারে আইনগত সহায়তা পেতে তিনি ২১ মে নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, এটি একটি সাইবার অপরাধ। পুলিশের তথ্যপ্রযুক্তি বিভাগ জিডির তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন