৬৪ বছরে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব
![]() |
| সাংবাদিকদের মিষ্টি তুলে দিচ্ছেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতীন খান | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি পাবনা: ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব ৬৪ বছরে পদার্পণ করেছে। ১৯৬১ সালে যাত্রা শুরু করে সংগঠনটি।
এ উপলক্ষ্যে বুধবার দুপুরে প্রেসক্লাব সদস্যসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, একুশে টিভির সাংবাদিক রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, দি ডেইলি মর্নিং টাচ প্রকাশক ও সম্পাদক এমজি বিপ্লব চৌধুরি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার।
এরআগে সংগঠনের প্রয়াত সকল সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপস্থিত সকলকে মিষ্টিমুখ ও কেক কাটার মধ্য দিয়ে দিনটিকে উদ্যাপন করা হয়।
এদিকে আগামী ২৫ মে উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হবে পাবনা প্রেসক্লাবের ৬৪ বছরের পদার্পণ অনুষ্ঠান।

Comments
Comments