[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশঃ
অ+ অ-

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার ভার্চ্যুয়াল সেমিনারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও হাঙ্গেরির উইকেরলি বিজনেস স্কুলের অধ্যক্ষ ইমরে বালোগ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময়, ডিগ্রি প্রদান ও প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ ব্যবসায় প্রশাসন বিভাগের সমন্বয়কারী মো. রেজাউল করিম।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন