[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বেসরকারিভাবে ৮৩ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত

প্রকাশঃ
অ+ অ-

চাল | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বেসরকারিভাবে ৮৩ হাজার মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০টি প্রতিষ্ঠান এই চাল আমদানির অনুমতি পাচ্ছে। এসব প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দিতে আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।

আমদানি করা চালের মধ্যে থাকবে ৪৯ হাজার টন সেদ্ধ চাল এবং আতপ চাল ৩৪ হাজার টন।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করা যাবে না।

আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে নতুন করে প্যাকেটজাত করা যাবে না। আমদানি করা বস্তায় চাল বিক্রি করতে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন