[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মা হারালেন চিত্রনায়িকা পূজা

প্রকাশঃ
অ+ অ-

মায়ের সঙ্গে পূজা | ফেসবুক থেকে

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝরনা রায় আর নেই।  রোববার বেলা ১১টায় তিনি নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

প্রযোজক আবদুল আজিজ বলেন, ঝরনা রায় দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তাঁর ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান। পূজা চেরী সবার কাছে তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করেছেন।

আবদুল আজিজ জানান, অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেলটা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছিল। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন। সাত দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজ বাসায় তিনি মারা যান।

সচরাচর কথা না বললেও ২০২২ সালে পূজা চেরীর মা ঝরনা রায় গণমাধ্যমের সামনে এসেছিলেন। সে সময় পূজা চেরীকে নিয়ে গণমাধ্যম বেশ কিছু খবর প্রকাশ করলে তিনি এসে জানিয়েছিলেন, তাঁর মেয়ে পূজা ডিপ্রেশনে চলে গেছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন