[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাঘায় কাউন্সিলরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

প্রকাশঃ
অ+ অ-
বাঘা পৌরসভা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি বাঘা: পূর্ব শত্রুতার জেরে রাজশাহীর বাঘায় আবু জাহিদ নামে এক কাউন্সিলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বাঘা-লালপুর সড়কের বানিয়াপাড়া তেঁতুলতলায় এ ঘটনা ঘটে।

আবু জাহিদ বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মুশিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে কাউন্সিলর আবু জাহিদ বাজুবাঘা ইউনিয়ন পরিষদ থেকে একটি সালিশি বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন। তিনি বাঘা-লালপুর সড়কের বানিয়াপাড়া তেঁতুলতলা এলাকায় পৌঁছালে রাব্বি, রিমন, নিলয়, হাসান, মিজানুর, রাজু, সবুজ, শিমুলসহ ৩-৪ জন তার গতিরোধ করে। এ সময় তারা অতর্কিত হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাকে জখম করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত আবু জাহিদ বাদী হয়ে আটজনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন