[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্ত্রীর শরীর অ্যাসিডে ঝলসে দেওয়ায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

প্রকাশঃ
অ+ অ-

আদালত | প্রতীকী ছবি

প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে স্ত্রীর মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দেওয়ায় সাইফুল ইসলাম (৩৫) নামের এ ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আবুল বাশার মিঞা মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

সাইফুল ইসলাম উপজেলার দক্ষিণ বানিয়াগাঁতী গ্রামের মৃত আবদুল শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) জেবুন্নেছা আজ ওই ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এই বিষয়ে তিনি জানান, অর্থদণ্ডের টাকা আদায় করে সালমা বেগমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম তাঁর স্ত্রী সালমা খাতুনকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকত। এরই জের ধরে ২০১৬ সালের ১৬ নভেম্বর রাত দেড়টার দিকে ঘুমন্ত সালমার গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান সাইফুল। এতে সালমার মুখ ও বুকের অনেকটা ঝলসে যায়। এ সময় সালমার চিৎকারে পরিবারের লোকজন উঠে তাঁকে দ্রুত বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। এ ঘটনায় সালমার বাবা সলেমান ফকির বাদী হয়ে বেলকুচি থানায় সাইফুল ইসলামকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন বিচারক।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন