[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে বৃত্তি পেলো ৭১ শিক্ষার্থী

প্রকাশঃ
অ+ অ-

কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ দিয়েছে আন্ত উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

সোমবার বিকেলে ডাল ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র মিলানায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে বৃত্তির পরিধি বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। 

বক্তব্য দিচ্ছেন নুরুজ্জামান বিশ্বাস এমপি | ছবি: পদ্মা ট্রিবিউন

এসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী ডাল ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মহি উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জান ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ।

এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালে ঈশ্বরদী উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসব শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৫ ট্যালেন্টপুল ও৪৬ জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন