ঈশ্বরদীতে ৪ জেলে আটক
![]() |
| অবৈধভাবে মাছ শিকারের সময় ৪ জেলে আটক | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় চার জেলেকে আটক করেছেন নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে কারেন্ট জাল জব্দ করা হয়।
শনিবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের লালন শাহ সেতুর আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, বিকেল থেকে নৌ পুলিশের ১টি দল নিয়মিত অভিযানে নামে। এ অভিযানে উপজেলার পাকশী পদ্মা নদী থেকে সরকারি আইন লঙ্ঘন করে কারেন্ট জাল মাছ ধরায় চার জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২০০ মিটার অবৈধ কারেন্টজাল ও ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার লক্ষিকুন্ডা গ্রামের ইসলাম মন্ডলের ছেলে মজনু মন্ডল (৪০), মৃত নুর আলী প্রামাণিকের ছেলে সিফাত আলী প্রামানিক (৩৫), কালাম প্রামাণিকের ছেলে জসিম উদ্দিন (২৫) ও দাদাপুর গ্রামের আব্দুল কাদের প্রামাণিকের ছেলে কিরন প্রামানিক (৩৩)।
লক্ষিকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ হোসেন জানান, 'আটক জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। এ ছাড়া জব্দকৃত ইঞ্জিন চালিত কাঠের নৌকাগুলোকে মুসলেকা নিয়ে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Comments
Comments