[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা প্রেসক্লাবের ৬৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশঃ
অ+ অ-

পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাংবাদিকেরা | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি পাবনা: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে প্রেসক্লাবের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার  দুুপুরে প্রেসক্লাবের মিলনায়তনে সভার শুরুতে মে দিবস উপলক্ষ্যে প্রয়াত সকল শ্রমিক এবং পাবনা প্রেসক্লাবের প্রয়াত সকল সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সাবেক সভাপতি রুমী খন্দকার, প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, কার্যকরী সদস্য রাজিউর রহমান রুমী।

এতে বক্তারা আগামীতে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্য ও ভ্রাতৃত্বপূর্ন পরিবেশ বজায় রেখে প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখার আহবান জানানো হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন প্রেসক্লাবের সদস্যরা।

১৯৬১ সালের ১ মে পাবনা শহরে প্রতিষ্ঠা করা হয় পাবনা প্রেসক্লাব।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন