[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-

র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সুশাসনের জন্য নাগরিকের মানববন্ধন। বৃহস্পতিবার সকালে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামের ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুলতানা জেসমিন নামের ওই নারীকে শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে র‌্যাবের সদস্যরা উঠিয়ে নিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা বিদ্যমান আইনের লঙ্ঘন। এ ধরনের ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ক্ষমতার অপব্যবহারের ঘটনা ঘটতেই থাকবে।

সুজন নওগাঁ জেলা কমিটির সহসভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংঠনের সাধারণ সম্পাদক আবদুল কাদের, আইনবিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নওগাঁ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

আবদুর রহমান বলেন, অতীতে ঘটে যাওয়া র‌্যাবের হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠা ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেই চলছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। কোনো ব্যক্তি অপরাধ করে থাকতে পারেন। অপরাধীকে আইনের আওতায় আনার একটা প্রক্রিয়া আছে। দেশের বিদ্যমান আইনে অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের মৃত্যুর ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন।

সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে কেউ দোষী সাব্যস্ত হলে তাঁকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

২২ মার্চ সকালের দিকে নওগাঁ শহর থেকে সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সুলতানা জেসমিনকে আটক করা হয়। প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনকে আটক করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। আটকের পর অসুস্থ হয়ে পড়লে র‌্যাবের সদস্যরা তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তী সময় গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা জেসমিন মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছেন বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়। স্বজনদের অভিযোগ, র‌্যাব হেফাজতে নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন