[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না: প্রধানমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (বিরোধীদল) আমাদের নোটিশ দেয়, পালাবার সময় পাবে না। আওয়ামী লীগ কখনো পালায় না। পিছু হটে না। তারেক জিয়া মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, দুর্নীতি করে, তাদের পাচারকৃত ৪০ কোটি টাকা দেশে ফেরত এনেছি। 

রোববার রাজশাহীতে মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিয়েছে বলেই দেশ স্বাধীন হয়েছে। জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ পায়। বিএনপি জামাত সরকার মানুষ খুনের রাজনীতি করে। এই রাজশাহীতে তারা অকথ্য নির্যাতন চালিয়েছে। পুলিশকে পিটিয়েছে। তারা বাংলাদেশের মানুষের কোনো ভাল সহ্য করতে পারে না। এটাই তাদের কাজ। জনগণের ভোট চুরি করেছে। রাজশাহীতে বাংলাভাইয়ের নেতৃত্বে অস্ত্র হাতে নিয়ে মিছিল হয়েছে, পুলিম তাদের পাহারা দিয়েছে। 

প্রধানমন্ত্রী বলেন, আমরা যে ওয়াদা দেই তা পূরণ করি। রাজশাহীতে ডিজিটাল ট্রেনিং সেন্টার করে দিয়েছি। আরো পরিকল্পনা বাস্তবায়ন হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন