প্রতিনিধি কুড়িগ্রাম বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা শাখার নেতা রুবেল মিয়া হুমকি দেওয়া উপজেলা বিএনপি আহবায়ক আনিছুর রহমান | ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার, চেনো তুমি, এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক, চেনো বিএনপিকে।’ কুড়িগ্রামের রাজারহাটের এক বিএনপি নেতার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ বুধবার সকাল থেকে ৫২ সেকেন্ডের ভিডিওটি দেখা যাচ্ছে। হুঙ্কার দেওয়া বিএনপির ওই নেতার নাম আনিছুর রহমান। তি…