রয়টার্স ব্যাংকক/নমপেন কম্বোডিয়ার ওদ্দার মিনচেই প্রদেশে বিতর্কিত তা মোয়ান থম মন্দির থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বিএম-২১ গ্র্যাড রকেট লঞ্চারের ওপর অবস্থান নেওয়া এক কম্বোডীয় সেনা। ২৫ জুলাই ২০২৫ | ছবি: রয়টার্স থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে সীমান্তে আজ শুক্রবার সকালেও সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। তারা বলছে, হামলায় কম্বোডিয়ার বাহিনী ভারী অস্ত্রের পাশাপাশি রকেটও ব্যবহার করেছে। থাই সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কম্বোডীয় বাহিনী ভারী অস্ত্র, ফিল্ড আর্টিলারি ও বিএম-২১ রকেট সিস…