সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন সিপিবির প্রার্থী এমদাদুল
![]() |
| এমদাদুল হক | ছবি: সংগৃহীত |
ময়মনসিংহ-৪ (সদর) আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী এমদাদুল হক নির্বাচনী খরচের জন্য সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। গতকাল বুধবার দুপুরে তিনি ফেসবুকে আর্থিক সহায়তার আবেদন জানান।
গতকাল বেলা পৌনে দুইটার দিকে এমদাদুল হক তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘সাধারণ মানুষের সহায়তা নিয়ে সিপিবি পথ চলে। নির্বাচনী তহবিলে আপনার সহযোগিতা চাই। যার যা সাধ্য, সেটুকু আমরা গ্রহণ করব সম্মানের সাথে।’
এমদাদুল হক সিপিবির জেলা কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। এর আগে ১৯৯৯ সালে ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গতকাল সদর উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এমদাদুল হক বলেন, ‘আমি ২০১৮ সালের নির্বাচনে মানুষের সহযোগিতা নিয়েছিলাম। তখন প্রায় সাড়ে তিন লাখ টাকা অনুদান এসেছে, মানুষ হাতে দিয়ে যেত। এবার বিকাশের মাধ্যমে অনুদান চেয়েছি। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত প্রায় ১২ হাজার টাকা এসেছে। ২০০-৫০০ টাকা যাঁরা দিতে পারেন, সেই মতো অনুদান পাঠাচ্ছেন। আশা করছি, এবার আরও বেশি অনুদান আসবে। এবারের নির্বাচনে ১২ লাখ টাকা খরচ নির্ধারণ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি যদি কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করি, তাহলে উদ্দেশ্যই থাকবে লাভ। আমরা বিনিয়োগ চাই না। নির্বাচনের যুদ্ধে আমি নিজে কিছু খরচ করব, জনগণ দেবে, দলের সমর্থক ও শুভানুধ্যায়ীরাও দেবে। এতে জবাবদিহি ও স্বচ্ছতা থাকবে। জয়লাভ হলে তা হবে জনগণের অর্থ ও মানুষের মাধ্যমে। টাকা কামানোর বা ব্যক্তিগত লাভের কোনো লক্ষ্য থাকবে না। আমরা মনে করি না রাজনীতি একটি ব্যবসা, তাই নির্বাচনের এই যুদ্ধকে এভাবে গ্রহণ করেছি।’
এমদাদুল হকের ফেসবুক পোস্টে আতাউর রহমান খান মন্তব্য করেছেন, ‘জাতীয় নির্বাচনে ধনী শ্রেণির দলগুলো কোটি কোটি টাকা খরচ করে সাধারণ মানুষকে পাঁচ বছর শাসনের বৈধতা দেয়। গরিব শ্রেণির দলগুলোকে দূরে রাখে। এবার সাধারণ মানুষ নিজেদের পকেট থেকে খরচ করে, পরিশ্রম করে ভোট দিয়ে নিজেদের প্রার্থীকে জয়যুক্ত করবে। নেপাল ও শ্রীলঙ্কার উদাহরণ অনুসরণ করুন। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীদের জয়যুক্ত করুন। সমাজতন্ত্রভিত্তিক বাম গণতান্ত্রিক সরকার গঠন করুন। গরিব, শ্রমজীবী, মেহনতি ও দেশপ্রেমিক মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে অর্থ সহযোগিতা করুন।’

Comments
Comments