[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

মরদেহ | প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় উত্ত্যক্তের ঘটনায় গুলিবিদ্ধ সাগর মিয়া (৩৫) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাগর মিয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা এবং আবু সাঈদের ছেলে। তিনি ব্যবসা করতেন এবং প্রাইভেট কার ভাড়া দিতেন। আগে গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মুন্সেফপাড়ায় গুলিবিদ্ধ হন তিনি।

পুলিশ, স্থানীয়রা ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মুন্সেফপাড়ায় উত্ত্যক্তের একটি ঘটনা নিয়ে সাগরের সঙ্গে মুন্সেফপাড়া বস্তি এলাকার ইমন ইসলামসহ কয়েকজন যুবকের মধ্যে মারামারি হয়। এর ফলে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং মীমাংসার পরিকল্পনা করা হয়। কিন্তু বুধবার মাগরিবের পর সাগর ক্রিশ্চিয়ান মিশন মেমোরিয়াল হাসপাতালে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগের বিরোধের জেরে ইমন ইসলাম ও তাঁর লোকজন হামলা চালান। একপর্যায়ে সাগরকে গুলি করে তারা পালিয়ে যান।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাগরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাঁর স্বজনেরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে, বুধবার রাতে সাগরের বাবা আবু সাঈদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেন। মামলায় ইমন ইসলাম, একই এলাকার অনিক মিয়াসহ ১১ জনকে আসামি করা হয়। পুলিশ বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালিয়ে অনিকসহ আটজনকে গ্রেপ্তার করে। তাদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, মামলা হত্যা মামলায় রূপান্তর করা হবে। ইমনসহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন