আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন: ফেসবুক পোস্টে তারেক রহমান
![]() |
| গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আল্লাহ যাঁকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যাঁর থেকে ইচ্ছা ক্ষমতা ফিরিয়ে নেন। আজ বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা ফিরিয়ে নেন; যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’
এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পথে তিনি একাধিক পোস্ট দিয়েছেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে। আজ ভোর ৫টা ১৫ মিনিটে তারেক রহমান প্রথম পোস্ট দেন, শিরোনাম দেন ‘ফেরা’।
‘ফেরা’ শিরোনামের পোস্টের সঙ্গে তিনি নিজের একটি ছবি যুক্ত করেছেন।

Comments
Comments