[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফুলবাড়িয়ায় বাসে আগুন, ঘুমন্ত এক ব্যক্তি নিহত

প্রকাশঃ
অ+ অ-
ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় গতকাল সোমবার রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে, সোয়া তিনটার দিকে।

পুলিশ জানায়, উপজেলার ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া (৪০)।

ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা তিনজন ব্যক্তি মাত্র তিন সেকেন্ডের মধ্যে বাসে আগুন দিয়ে চলে যায়। এতে ভেতরে থাকা জুলহাস পুড়ে মারা যান। নিহত ব্যক্তি বাসটির চালক ছিলেন বলে ধারণা করছি। আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি। ওই ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন