[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আরও দুই দিন পর চূড়ান্ত হবে এনসিপির প্রার্থী তালিকা

প্রকাশঃ
অ+ অ-

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়ার পর এখন তাঁদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যাচাই–বাছাই শেষে প্রার্থী তালিকা চূড়ান্ত হতে আরও ‘দুই দিন’ সময় লাগতে পারে।

এনসিপি সারা দেশের ৩০০ সংসদীয় আসনেই প্রার্থী দিতে চায়। তবে প্রার্থী তালিকা কয়েক ধাপে প্রকাশ করা হবে। প্রথম ধাপে চলতি সপ্তাহেই প্রায় এক শ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল আমিন।

দলের দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তাঁরা আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছেন। এরপরও আরও অনেককেই ফরম দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৩০০ আসনের জন্য দেড় হাজারের বেশি ফরম বিক্রি হয়েছে। অনলাইন ও সরাসরি—দুইভাবে মনোনয়নপ্রত্যাশীদের অধিকাংশেরই সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

এনসিপির শীর্ষ এক নেতা জানান, এখন নির্বাচন পরিচালনা কমিটি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা মনোনয়নপ্রত্যাশীদের বিষয়ে স্থানীয়ভাবে তথ্য নিচ্ছেন। মাঠে কার অবস্থান কেমন, সেটি বোঝার চেষ্টা চলছে। যাচাই–বাছাই শেষে রাজনৈতিক পর্ষদের অনুমোদন নিয়ে কয়েক ধাপে প্রার্থী তালিকা প্রকাশ হবে। এ ছাড়া এনসিপির সাথে কয়েকটি দলের জোট নিয়ে আলোচনা চলছে। জোট হলে শরিক দলের আসনে এনসিপির প্রার্থী থাকবে না।

জানতে চাইলে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ রোববার বিকেলে বলেন, মনোনয়ন নিয়ে রাজনৈতিক পর্ষদ ইতিমধ্যে কাজ শুরু করেছে। প্রার্থী তালিকা তৈরি হতে দুই দিন লাগবে। তালিকা তৈরি হলে প্রার্থীদের ঢাকায় ডেকে তাঁদের সঙ্গে কথা বলা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন