[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকায় বিএনপির বিক্ষোভ

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেন দলটির নেতা–কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ফার্মগেট এলাকার | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। তারা ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা আনোয়ারুজ্জামানকে প্রার্থী করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে কয়েক হাজার নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলটি কারওয়ান বাজার হয়ে সোনারগাঁও সার্ক ফোয়ারার সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

আনোয়ারুজ্জামান আনোয়ার ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি ঢাকা সিটি করপোরেশনের এই এলাকার সাবেক কাউন্সিলর।

গত সোমবার বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা-১২ আসনে দল পূর্বে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম (নীরব)কে প্রার্থী ঘোষণা করে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর মহানগর উত্তরের কমিটি ভেঙে দেওয়া হয়। এখন তাঁকে প্রার্থী ঘোষণা করায় দলের অনেক নেতা-কর্মী ও সমর্থকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন