[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রাথমিক তালিকায় নেই রুমিন ফারহানার নাম

প্রকাশঃ
অ+ অ-
রুমিন ফারহানা | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। দলটি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে এই তালিকায় নেই দলের সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম।

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত ২৪ আগস্ট নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও পাশের ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে শুনানি হয়। ওই শুনানিতে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এরপর রুমিন ফারহানা নির্বাচন কমিশন সচিবালয়ে ক্ষোভ প্রকাশ করেন।

‘বিএনপির ঘাঁটি’ হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই সক্রিয় ছিলেন রুমিন ফারহানা। রুমিন ফারহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদ বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে রুমিন ফারহানার গ্রামের বাড়ি সরাইলের শাহবাজপুরে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় বিজয়নগর উপজেলা সদর উপজেলার অধীন ছিল। ২০১২ সালে সদর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নসহ ১০টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা হিসেবে বিজয়নগরের যাত্রা শুরু হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন