কুড়িগ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বে নারীসহ তিনজন নিহত
![]() |
| কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। রোববার দুপুরে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জমিজমার বিরোধে আজ দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দুজনসহ মোট তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নিহতরা হলেন নাগেশ্বরী উপজেলার হাইলাটারী গ্রামের বাসিন্দা এরশাদ আলী (৩৫), কুলসুম বেগম (৫০) ও আলতাফ হোসেন (৫০)।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাইলাটারী গ্রামের নূর মোহাম্মদ মানিক উল্যাহর সঙ্গে তাঁর চাচাতো ভাই আলতাফ হোসেনের (৫০) চিলাখানা গ্রামের ১৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে ওই জমির পাকা ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দেশি অস্ত্র ব্যবহার করে দুই পক্ষের সংঘর্ষে জড়ায়। এতে নূর মোহাম্মদের পক্ষের এরশাদ আলী ও কুলসুম বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কুড়িগ্রামের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা বলেন, ‘ঘটনার সময়ই দুজন নিহত হন। আহত অবস্থায় দুইজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। তাঁদের মধ্যে একজন পথেই মারা যান। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Comments
Comments