প্রেস সচিব উন্মাদের মতো কথা বলেন: বিটিএমএ সভাপতি
| বাঁয়ে থেকে শফিকুল আলম ও শওকত আজিজ রাসেল | ছবি: সংগৃহীত |
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য ও আচরণকে ‘উন্মাদের মতো’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
রোববার রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতের চলমান সংকট ও তার সমাধান নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
শওকত আজিজ রাসেল বলেন, 'প্রধান উপদেষ্টার প্রেস সচিবের একটি ফেসবুক পেজ আছে। সেখানে তিনি এমনসব মন্তব্য করেন, যা দেখে মনে হয় তিনি উন্মাদের মতো কথা বলেন। এমন দায়িত্বে সঠিক ব্যক্তি না থাকলে সঠিক সিদ্ধান্ত আসবে কীভাবে?'
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'দুঃখের বিষয়, এখন পর্যন্ত বিজিএমইএ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে একটি মিটিংও পাননি। তাহলে দায়িত্ব নিলেন কেন?'
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বিটিএমএ সভাপতি আরও বলেন, 'দেশে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, শ্রমিক চাকরি হারাচ্ছেন, উদ্যোক্তারা দিশেহারা। অথচ সরকারের দায়িত্বশীলরা বাস্তবতা দেখছেন না। যেখানে এয়ারপোর্টে আগুন লাগে, সেখানে বিদেশি ক্রেতারা অর্ডার দেবে নাকি? এর অদৃশ্য ক্ষতি অনেক বেশি।'
তিনি সরকারের উদ্দেশে বলেন, 'আমরা চাই শান্তিপূর্ণ সমাধান—নির্বাচন দিয়ে আমাদের মুক্তি দিন।'
সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন