[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় গুলিতে প্রবাসী নিহত

প্রকাশঃ
অ+ অ-
হত্যা | প্রতীকী ছবি

খুলনার রূপসায় সোহেল হাওলাদার (৪৫) নামে এক প্রবাসী যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামের মানিক সরদারের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হাওলাদার ওই গ্রামের মৃত রুস্তম হাওলাদারের ছেলে। তিনি কয়েক বছর মধ্যপ্রাচ্যে ছিলেন। দেড় বছর আগে দেশে ফিরে বছরখানেক ঢাকায় ছিলেন এবং চার-পাঁচ মাস ধরে এলাকায় অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানায়, গতকাল রাতে বাড়ির পাশের মাঠে ছিলেন সোহেল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অন্তত আটটি গুলি তাঁর শরীরের বিভিন্ন স্থানে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গ্রুপিং বা টাকা ভাগাভাগি নিয়ে মতবিরোধের কারণে ঘটনাটি ঘটেছে। সোহেলের বিদেশে থাকা অবস্থায় একটি মাদকের মামলা ছিল বলে জানা গেছে। দেশে ফিরে তিনি মাদক ব্যবসায় যুক্ত ছিলেন।

তিনি আরও জানায়, নিহত সোহেলের লাশ খুলনা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন