চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
| গুলি | প্রতীকী ছবি |
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপসা ইউনিয়নের রুস্তমপুর সমিতির পুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজিবাড়ির হোসেন মিজির ছেলে। তিনি একটি কোম্পানির প্রতিনিধি হিসেবে উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাঢ়িবাড়ি জামে মসজিদের ইমাম কাউসার আহমেদ বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আমি দোকানের সামনে বসে ফোনে কথা বলছিলাম। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়কের দিক থেকে এক ব্যক্তি দৌড়ে এসে ডাকাত, ডাকাত বলে চিৎকার শুরু করেন। পরে তিনি রাঢ়িবাড়ির ভেতরে ঢুকে যান। তাঁর পেছনে একটি মোটরসাইকেলে করে দুজন লোক ওই বাড়ির ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর তারা মোটরসাইকেলে করে বেরিয়ে যায়।’
কাউসার আহমেদ জানান, ওই সময় সেতুর পাশে মাছ ধরছিলেন সোহেল নামের একজন। তিনি মোটরসাইকেলে থাকা দুজনকে ধাওয়া করে টেঁটা দিয়ে একজনকে আঘাত করেন। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর কিছুটা দূরে পশ্চিম পাশে গুলির শব্দ শুনে গিয়ে দেখি, রুহুল আমিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছেন। পরে আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে রাতেই চাঁদপুরের পুলিশ সুপার আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও মুকুর চাকমা ঘটনাস্থলে যান।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তির বুকে ও মুখে পাঁচটি গুলি লেগেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি ডাকাতি নাকি পূর্বশত্রুতার কারণে খুন—তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’
Comments
Comments