[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাতীয় নির্বাচনের আগে হবে না তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
সচিবালয় ধর্ম মন্ত্রণালয়ের আয়োজিত তাবলিগ জামাতের দুই পন্থীদের সঙ্গে বৈঠক কথা বলছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন | ছবি: পদ্মা ট্রিবিউন 

আগামী বছর তাবলিগ জামাতের মহাসম্মেলন ‘বিশ্ব ইজতেমা’ জাতীয় নির্বাচনের আগে হবে না। রোববার দুপুরে সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

উপদেষ্টা বলেন, 'তাবলিগ জামাতের দুই পক্ষই নির্বাচনের পরে ইজতেমা আয়োজনের ব্যাপারে একমত হয়েছে।' 

তিনি আরও বলেন, 'ইজতেমা অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করতে হয়। কিন্তু নির্বাচনের আগে এত সংখ্যক পুলিশ বা র‍্যাব মোতায়েন করা সম্ভব নয়। তাই উভয় গ্রুপ নির্বাচনের পরে বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে একমত হয়েছে।' 

ঈদুল ফিতরের পর উভয় পক্ষের সঙ্গে বৈঠক করে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, 'এতে কোন পক্ষ আগে করবে, কোন পক্ষ পরে করবে—সেটাও বৈঠকে ঠিক করা হবে। তবে বিশ্ব ইজতেমা এক জায়গায় হওয়ার কোনো সুযোগ নেই।' 

সাধারণত প্রতিবছর শীতকালে রাজধানীর উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমা। এজন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস বেছে নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জোবায়ের ও সাদপন্থী গ্রুপের ১২ জন প্রতিনিধি। তাদের মধ্যে ছিলেন সৈয়দ ওয়াসিফ ইসলাম, মুনির বিন ইউসুফ, লিয়াকত সিদ্দীকি, হাসানুল হায়দার, আব্দুস সালাম, জুবায়ের, মাহফুজুল হান্নান, শাহরিয়ার মাহমুদ, সাজিদুর রহমান, মাহফুজুল হক, জুনায়েদ আল হাবিব ও মাওলানা মাহফুজ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন