সরকার বিএনপির চাপে ছোটে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে ওপরে: এবি পার্টির চেয়ারম্যান
![]() |
| এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ রোববার ডিআরইউ মিলনায়তনে ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
অন্তর্বর্তী সরকারের কোনো নীতিগত অবস্থান নেই বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রিন্সিপাল পজিশন নেই। বিএনপির চাপে তারা ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে মাঝে মাঝে ওপরের দিকে ওঠার চেষ্টা করছেন।’
আজ রোববার রাজধানীর ডিআরইউ মিলনায়তনে ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভাটি যৌথভাবে আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। এ সময় তিনটি দল একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পরে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, ‘রাষ্ট্র এখন সংকটে। সবকিছু গুছিয়ে নেওয়ার পর এখন সংকট তিনটি জায়গায় ঘনীভূত হয়েছে—গণভোট আগে হবে কি একসঙ্গে, নোট অব ডিসেন্টার কী হবে এবং আগামী দিনের নির্বাচন কী ধরনের নির্বাচন হবে।’
এই সংকটের জন্য সরকারের চাপে চলার নীতিকেই দায়ী করেছেন মজিবুর রহমান। তিনি বলেন, ‘কয়েকটি দলের মন জুগিয়ে চলার রাজনীতি বাদ দিন। তা না হলে এই সুযোগ হাতছাড়া হওয়ার দায় চিরকাল বাংলাদেশের জনগণের ওপর পড়বে।’
সভায় উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণরাও রাস্তায় অবস্থান করতে চায়। কারণ, কথা সত্য, রাস্তায় না গেলে দাবি আদায় হয় না। উপদেষ্টারা তখন তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান। কদিন পর উপদেষ্টাদের রাস্তায় নামতেই হবে।’
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের আশা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো রাষ্ট্রের দুর্বলতাকে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়াকে গুরুত্ব দিচ্ছে, জনগণের কথা ভাবছে না।’
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া বলেন, ‘বিপ্লব এখন বিলাসে পরিণত হয়েছে। ছেঁড়া স্যান্ডেল পরে ফাইভ স্টার হোটেলে থাকা কোনো বিপ্লবীর চরিত্র হতে পারে না।’
সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে এবি পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওহাব মিনার ও আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মো. হিজবুল্লাহ বক্তব্য দেন।

Comments
Comments