[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফরিদগঞ্জে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু, সুদের কারবারির ঘরে আগুন

প্রকাশঃ
অ+ অ-

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের কারবারি নাছিমা বেগমের ঘরে বুধবার রাতে আগুন ধরিয়ে দেন কিছু লোকজন | ছবি: পদ্মা ট্রিবিউন 

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে দগ্ধ হয়ে গৃহবধূ শাহনাজ বেগম (৩৫) মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর কিছু লোকজন সুদের কারবারি এক নারীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার পর উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে।

সুদ কারবারি নাছিমা বেগম | ছবি: পদ্মা ট্রিবিউন

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে প্রতিবেশী নাছিমা বেগম (৪২) ও তাঁর সহযোগীরা সুদের টাকার জন্য শাহনাজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় করা মামলায় নাছিমাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শাহনাজ বেগম বুধবার বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এ খবর পৌঁছালে সন্ধ্যায় গ্রামবাসী নাছিমার বাড়িতে হামলা চালায়। তারা লুটপাট করে বসতঘরে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম বলেন, 'উত্তেজিত জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে'।

এদিকে ঘটনার পর সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম জানান, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'

আরও পড়ুন

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন