[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সেনা কর্মকর্তাদের বিচারের উদ্যোগে জামায়াতের আমিরের সাধুবাদ

প্রকাশঃ
অ+ অ-
জামায়াতের আমির শফিকুর রহমান নকশা: পদ্মা ট্রিবিউন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, যা স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শফিকুর রহমান এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষকে হত্যার এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্ধ সহযোগী ছিলেন। এর ফলে দেশে গুম ও খুনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়।

 

জামায়াতের আমির আরও বলেছেন, সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা যায় না। তিনি উল্লেখ করেছেন, অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই থাকবে।

সেনাবাহিনী যদি এই বিচারপ্রক্রিয়াকে সহায়তা করে এবং অভিযুক্ত ব্যক্তিদের হেফাজতে নেয়, তা শফিকুর রহমান স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, কারও ওপর কোনো অবিচার চাপানো হবে না। স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে অতীতের দায় মুছে যাবে এবং ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে ব্যবহার করে জনগণের ক্ষতি করতে পারবে না। পরিণতিতে, দীর্ঘ মেয়াদে জাতি উপকৃত হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন